আমার মা বাবা কে নিয়ে কিছু কথা
বাবা মা পৃথিবীর সবচেয়ে বড় আপন,পৃথিবীতে মা-বাবা ছাড়া আর কেউ নেই, এটা সত্যি কথা তাই, আমার বাবা মা সম্মান এবং তাদেরকে শ্রদ্ধা করব, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত,আমাদের মা-বাবাকে সম্মান এবং তাদের কথা মতো চলব, মা বাবার মত জীবনকে তৈরি করা, মা বাবা চলে গেলে বুঝা যায়,পৃথিবীতে আর আপন কেউ নেই কিন্তু অনেক সত্যি কথা, তাই আমরা মা বাবাকে সেবা করব, তাদের কথা মতো চলব, মহান আল্লাহতালার কাছে আমাদের মা বাবার জন্য দোয়া করব,তাদের জানি সুস্থতা দান করেন এবং সব সময় সুস্থ রাখেন আমিন
কনটেন্ট রাইটার:- সিয়াম হাসান
প্রকাশক :- সিয়াম হাসান নিউজ লিমিটেড
Comments
Post a Comment